Uncategorized

নড়াইলে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালিত

| July 14, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে নানা আয়োজনে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজার্তিক দিবস-২০২৪ পালিত হয়েছে।

রবিবার দিবসটি পালন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর, নড়াইলের আয়োজনে দিবসের উদ্বোধন, র‌্যালী, আলোচনা সভা এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকাল ৯.৪৫ টায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ী ২৩ জন প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরন করা হয়।

নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেহেদী হাসান ও সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) আরাফাত হোসেন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী,মাদকের পরিদর্শক আব্দুস সালাম, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক- শিক্ষার্থী প্রতিযোগী ,অভিভাবকগনসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর, নড়াইলের সহকারি পরিচালক নজরুল ইসলাম।

স্বাআলো/এস/বি

Debu Mallick