প্রেস ক্লাবের সামনে ২ বাসে আগুন

ঢাকা অফিস: রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুইটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) এ ঘটনা ঘটে।

তবে প্রাথমিকভাবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পথচারীরা জানান, হাইকোর্ট থেকে পল্টনের দিকে যাওয়ার পথে সচিবালয় এলাকায় মেট্রোরেল স্টেশনের সামনে বাস দুইটিতে আগুন দেয়া হয়। এ সময় বাসের ভেতরে কাউকে দেখা যায়নি। আগুন লাগার কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাসে আগুন দেয়া হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

স্বাআলো/এস