বাইরে প্রেম করার মতো কোনো অপশন নেই: অধরা খান

| July 25, 2024

বিনোদন ডেস্ক: দেশীয় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা অধরা খান। কিছুদিন আগে শেষ করেছেন জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ সিনেমার শুটিং ও ডাবিংয়ের কাজ। এ সিনেমায় তাকে অভিনেতা সজলের বিপরীতে দেখা যাবে। সম্প্রতি নানা বিষয় নিয়ে তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের।

অধরা খান বলেন, আমার বাইরে প্রেম করার মতো কোনো অপশন নেই। কারণ, আমি ইতোমধ্যেই একজনের বাগদত্তা। আর এখন আমার সব কিছু সেই মানুষটার সঙ্গে। প্রেম আমি তার সঙ্গেই করছি।

তিনি আরো বলেন, কাজের প্রয়োজনে আমরা অনেকের সঙ্গে আলোচনা করি। সেটা পরিচালক, নায়ক যে কেউ হতে পারে। দেখা যায় মানুষ সেটাকেই ইস্যু করে ভুলভাল তথ্য ছড়িয়ে দিচ্ছে। তাই আমি মনে করি যা করার সবাইকে জানিয়েই করা উচিত। তাতে মিথ্যা গুজব থেকে বাঁচা যাবে।

‘ঋতুকামিনী’ সিনেমায় সজল-অধরা ছাড়া আরো অভিনয় করছেন ফজলুর রহমান বাবু ও দীপা খন্দকারসহ অনেক তারকা অভিনেতা-অভিনেত্রী।

স্বাআলো/এস