আজাদুল হক, বাগেরহাট: জেলা মোড়েলগঞ্জ উপজেলা সদরের একটি জনগুরুত্বপূর্ন কালভার্টসহ রাস্তা সংস্কারের অভাবে জন চলাচল অনুপযোগি হয়ে পড়েছে। স্থানীয় বাদুরতলা বিশারীঘাটার এই সড়কের ব্রিজ (এপ্রোজ) ঢালে পাইলিংসহ দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসী।
এলাকাবাসী জানায় মোরেলগঞ্জ সদর ইউনিয়নের চৌদ্দঘর বাদুরতলা হয়ে বিশারীঘাটা ইউনিয়ন পরিষদ অভিমুখী প্রায় আড়াই কিলোমিটার রাস্তা নির্মানকালে নিম্ননের ভাবে করায় রাস্তার বিভিন্ন স্থান থেকে পিচ- খোয়া উঠে গিয়ে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে। চলতি বছরে মোড়েলগঞ্জ উপজেলা প্রকৌশলী দফতর ঠিকাদারের মাধ্যমে কাজ শুরু করলেও আপাতত বন্ধ রয়েছে। উপজেলা সদর থেকে ইউনিয়ন পরিষদের অভিমুখী মূল এ সড়কটি থেকে সীমাস্তবর্তী খাউলিয়া ও নিশানবাড়িয়া ইউনিয়নের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কটি ছয়/সাত বছর পূর্বে সড়কটি নির্মাণ করা হয়। বিগত দুই বছর ধরে সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। এ সড়ক দিয়ে নিয়মিতভাবে ইউনিয়নের বাদুরতলা, বিশারীঘাটা, মধ্য-বিশারীঘাটা, ভাইজোড়া ও সীমান্তবর্তী খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া ও চালিতাবুনিয়াসহ আট গ্রামের সাত/আট হাজার মানুষ চলাচল করছে।
প্রতিদিন মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যানসহ শত শত যানবাহন চলাচল করে থাকে। সম্প্রতি রাস্তার খানাখন্দে দুর্ঘটনার শিকার হচ্ছে অনেকেই। আর ভেঙ্গে যাওয়া এ কালভার্টটি পার হয়ে ৯টি প্রাথমিক বিদ্যালয়, দুইটি মাদ্রাসা ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের দুই/তিন হাজার শিক্ষার্থী পাঠদান করে। এ ছাড়াও বিশারীঘাটা বাজার, ইউনিয়ন পরিষদ, ২০টি মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যেতে হচ্ছে জনসাধারণের। কালভার্ট পার হয়ে যাওয়া পথচারী রবিউল ইসলাম, রুবেল আকন, কলি আক্তার, শিশু শিক্ষার্থী ছনিয়া আক্তারসহ একাধিকরা বলেন, দুইবছর ধরে এ ভাঙ্গা কালভার্ট ও সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। রাস্তাটি শুনে আসছি পিচঢালাই হবে। খানাখন্দ যায়গায় শুধুমাত্র খোয়া দেয়া হয়েছে। আমাদের যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে। স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন আজাদ বলেন, রাস্তাটি সংস্কারে বরাদ্দ হয়েছে। দ্রুত সড়কের কাজটি শুরু হলে জনসাধারণের চলাচলে কষ্টের লাঘব হবে।
এ বিষয়ে মোড়েলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা জানান, রাস্তাটি পুনঃর্র্নিমাণে বরাদ্দ হয়ে কাজ শুরু হয়েছে। চলমান পরিস্থিতি কারফিউ ও পুর্নিমার পানির চাপের কারনে কাজটি হচ্ছে না। মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা বাজার ইউনিয়ন পরিষদ অভিমুখী মূল সড়কের নতুন করে আড়াই কিলোমিটার কার্পেটিং রাস্তা সংস্কারে ইতিমধ্যে টেন্ডার হয়ে কাজ চলমান রয়েছে।
স্বাআলো/এস/বি