আ.লীগ-ছাত্রলীগের কার্যালয়ে আন্দোলনকারীদের আগুন

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের প্রথমদিনে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।

রবিবার (৪ আগস্ট) শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আন্দোলনকারী হামলা করে।

এ সময় কার্যালয়ের ভিতরে ঢুকে তারা ব্যাপক ভাঙচুর করে।

আন্দোলনকারী বিক্ষুদ্ধরা সাড়ে ১১টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সংসদের ভবন দখল করে বানানো জেলা ছাত্রলীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

এরপর বিক্ষোভকারীরা ফরিদ শাহ সড়কের কোটপাড় এলাকার দিকে যেতে চাইলে রাজেন্দ্র কলেজ ও জেলখানার মোড়ে বাধা দেয় পুলিশ। এসময় পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনড ও কাঁদারেন গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

দুপুর ১২ টার দিকে বিক্ষোভকারীরা থানা রোডের শহর আওয়ামী লীগে কার্যালয়ে হামলা করে ব্যাপক ভাঙচুর করে। এরপর লাভলু সড়কে বিক্ষোভকারী সঙ্গে আওয়ামী লীগের অঙ্গসংগঠন নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের মোড়ে ট্রাফিক পুলিশের বক্স ভাঙচুর করে কোতোয়ালী থানায় হামলা করতে ইটপাটকেল ছুড়তে এগিয়ে গেলে পুলিশ টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোতোয়ালী থানার চারপাশে পুলিশ ঘিরে রেখেছে।

স্বাআলো/এস