সাতক্ষীরায় ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার

সাতক্ষীরা সীমান্তে আসামিবিহীন একটি ওয়ান শুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (৫ অক্টোবর) তলুইগাছা সীমান্ত থেকে এগুলো উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, তলুইগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের হবে। সেই তথ্যের ভিত্তিতে অভিযানিক দল তাদের ধাওয়া করে রাতের অন্ধকারে ঘন বন দিয়ে অস্ত্র ও গোলাবারুদ রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়।

যার আনুমানিক মূল্য ১০ হাজার ৮০০ টাকা। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাআলো/এস