বিষয়টি ভাইরাল হতেই ক্ষোভ প্রকাশ শুরু করেন শিক্ষকরা। ফ্যাক্টচেকের পর বুম বাংলাদেশ জানায়, ‘বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে ওই দাবিটি সঠিক নয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ সালের শিক্ষাপঞ্জি পর্যবেক্ষণ করে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারই থাকছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত ২৩ ডিসেম্বর, ২০২৫ সালের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রহিমা আক্তারের স্বাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে প্রকাশিত শিক্ষাপঞ্জি ও ছুটির এই তালিকায় শুক্র ও শনিবার দুইদিনই সাপ্তাহিক ছুটি বহাল রাখা হয়েছে।
রহিমা আক্তার বলেন, শনিবার স্কুল খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ে কোনো আলোচনা হয়নি। কিছুদিন পূর্বে যে তথ্য ছড়িয়েছিলো তা সম্পূর্ণ ভুয়া। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এ ছুটির বাইরে ৭৬ দিন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে। শিক্ষাপঞ্জির এই তথ্যই সঠিক বলে জানান তিনি।
স্বাআলো/এস