নিখোঁজের ৭ দিন পর শিশুর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ থেকে ১৮ মাস বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

তবে তাৎক্ষণিক শিশুর মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) উপজেলার ছয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের মনির হোসেনের বাড়ির পুকুর থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত মেয়াদুল ইসলাম একই গ্রামের মনির হোসেনের বাড়ির রনির ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন বেগমগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মেয়াদুলের বাবা পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। মঙ্গলবার সকাল ১০টার দিকে মেয়াদুলের বাবা তাকে বাড়ির পাশের একটি দোকানে নিয়ে চকলেট কিনে দেয়। এরপর শিশুটি তার বোনের সাথে বাড়িতে চলে আসে। পরে বেলা সাড়ে ১০টার দিকে বাড়ির উঠান থেকে মেয়াদুল ৭ দিন ধরে নিখোঁজ ছিলো। সোমবার বাড়ির পাশে পাশাপাশি দুইটি পুকুরের একটির মধ্যে মেয়াদুলের খালা ভাগনের লাশ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

বেগমমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস