চাকরি দেয়ার নামে টাকা আত্মসাৎ, ক্যাশিয়ারের অপসারণের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালী মেডিকেল কলেজের ক্যাশিয়ার সাইদুর রহমানের বিরুদ্ধে আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরি দেয়ার নাম করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

তার অপসারণ ও ঠিকাদার আব্দুল কুদ্দুসের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন ও সমাবেশ করেছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

তারা সাইদুর রহমানের অপসারণ ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভুক্তভোগীরা জানান, সাইদুর রহমান চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিলেও প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি দেননি। বিষয়টি একাধিকবার কলেজ কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।

এছাড়া, ঠিকাদার আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে ঠিকাদারি কাজে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগও তুলেছেন বক্তারা।

তারা বলেন, কুদ্দুস তার ব্যক্তিস্বার্থে কাজ পরিচালনা করছেন এবং সাধারণ কর্মচারীদের ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছেন।

মানববন্ধনে বক্তারা দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানান ভুক্তভোগীরা।

স্বাআলো/এস