খুলনা বিভাগ

অবৈধ অনুপ্রবেশের দায়ে ১১ বাংলাদেশি নাগরিক আটক

| February 6, 2025

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ ধান্যখোলা বিওপিতে কর্মরত সুবেদার আব্দুল গনির নেতৃত্বে একটি টহলদল সীমান্ত মেইন পিলার ২৫/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলেপাড়া মাঠের মধ্যে হতে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে।

এদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং তিনজন শিশু রয়েছে।

আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচকাউনিয়ার ছামিনুল শেখ (৪২), একই গ্রামের শাহনাজ বেগম (৩৫), শাকিব শেখ (১৩), শাহাদাত (৩), মাগুরা জেলার মোহাম্মদপুরের চালিমিয়া গ্রামের শরজিনা খাতুন (২৫), নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচকার্ডনিয়া গ্রামের সুমাইয়া (৫০), একই গ্রামের ইয়ারসুল শেখ (২৪), ইয়াসমিন শেখ (২০), আব্দুল্লাহ শেখ (৫), হামজা শেখ (১০ মাস), আসলাম বিশ্বাস (৩৫)।

আটককৃত বাংলাদেশি নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম চলছে। আটককৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, ভিসা ও পাসপোর্ট না থাকায় তারা দালালের মাধ্যমে ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে গিয়েছিলো।

স্বাআলো/এস

Debu Mallick