খুলনা বিভাগ

শার্শায় ৭ জুয়াড়ি আটক

| February 16, 2025

যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার পরিষদের বিপরীতে বাবুর চায়ের দোকানে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, রফিকুল ইসলাম, জুবায়ের হোসেন, আক্তারুল ইসলাম, বাবু, নেদা, আব্দুল লতিফ ও মানিক ঢালী। তারা সকলেই শার্শা থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্বাআলো/এস

Shadhin Alo