খুলনা বিভাগ

নড়াইলে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

| February 19, 2025

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার কালিয়ার নড়াগাতির আঠারোবাকি নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নড়াগাতি থানা পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের চর-বল্লাহাটি গ্রামের আঠারোবাকি নদী থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের চর-বল্লাহাটি গ্রামের আঠারোবাকি নদীতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ ভাঁসতে দেখে স্থানীয়রা। পরে তারা নড়াগাতি থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, লাশটি একজন পুরুষের যার বয়স আনুমানিক ৩০ বছর। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্বাআলো/এস

Shadhin Alo