খুলনা বিভাগ

ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী অগ্নিদগ্ধ

| February 20, 2025

যশোরের ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। তারা শরীরে কেরোসিন ঢেলে দাড়িয়ে থাকার সময় পাঁচ বছর বয়সী ছেলে না বুঝেই গ্যাস লাইটে আগুন ধরালে তারা দুইজনই অগ্নিদগ্ধ হন।

ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের কাউরিয়া রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধ দম্পতি হলেন- হীরা দাস (৪০) ও তার স্ত্রী প্রভাতী দাস (৩৫)। হীরা দাস পেশায় একজন পরিচ্ছন্নকর্মী।

স্থানীয়রা জানান, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। বুধবার সন্ধ্যায় তাদের মধ্যে ফের কথা-কাটাকাটি শুরু হয়। যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। এরপর রাগের বশে দুইজনেই নিজেদের গায়ে কেরোসিন ঢালেন। এ সময় তাদের পাঁচ বছর বয়সী ছেলে নিশান খেলার ছলে হাতে থাকা গ্যাসলাইট দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তেই তারা দগ্ধ হন।

প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে আগুন নেভান এবং দগ্ধ দম্পতিকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের হোসেন জানান, তাদের শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে, তবে দুইজনই আশঙ্কামুক্ত।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলেন, পারিবারিক দ্বন্দ্ব কখনো কখনো ভয়াবহ পরিণতি ডেকে আনে। এটিই তার একটি বলিষ্ট উদাহরণ।

স্বাআলো/এস

Shadhin Alo