জাতীয়

কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা, গুলিতে তরুণ নিহত

| February 24, 2025

কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এক তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিমান ঘাঁটি সংলগ্ন সমিতি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, নিহতের নাম শিহাব। তিনি পৌর ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার নাছির উদ্দিনের ছেলে, পেশায় ব্যবসায়ী। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংঘর্ষে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, বিমান বাহিনী ঘাঁটির কাছে সংঘর্ষের ঘটনায় গুলিতে একজন মারা গেছে, আরো কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর এক সংক্ষিপ্ত বার্তায় বলেছে, বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এদিকে, শিহাবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বিমানবাহিনীর ঘাঁটির দিকে আসতে থাকেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo