বেনাপোলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক করিম মিয়া বেনাপোলের ভবেরবেড় গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভবেরবেড় মধ্যপাড়া তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, আটক করিম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্বাআলো/এস