চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ২৭০ কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।
উপজেলার বিভিন্ন গ্রামের প্রণোদনা প্রাপ্ত কৃষকরা এসময় উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন জানান, ১০০ জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি মুগ বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার এবং ১৭০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি করে তিল বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
স্বাআলো/এস