জাতীয়

অপারেশন ডেভিল হান্ট: আরো ৭৪৩ জন গ্রেফতার 

| February 27, 2025

সন্ত্রাস দমন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’। গত ২৪ ঘণ্টায় চলমান এই অভিযানে আরো ৭৪৩ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত এই অভিযানে মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেফতার করা হলো।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার বিকেল থেকে আজ বিকেল) অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলা ও এজাহারনামীয় আরো ৯১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি একই সময়ে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে, একটি শুটার গান, একটি কার্তুজ, দুইটি চাকু।

প্রসঙ্গত, ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনাকে বোঝানো হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo