নিজস্ব প্রতিবেদক: যশোরের কোতোয়ালি থানার উপশহর বি ব্লকের বাসিন্দা রনি (৩২) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনি মৃত আক্কাস আলীর ছেলে।
মঙ্গলবার (১১ মার্চ) রনি যশোর থেকে মনোহরপুর যাওয়ার পথে হাশেমপুর বাজার এলাকায় দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাআলো/এস