খুলনা বিভাগ

যশোরে যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই, ছুরিকাঘাতে আহত

| March 13, 2025

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের রায়পাড়া সার গোডাউন এলাকায় ছিনতাইকারীরা এক যুবককে ছুরিকাঘাত করে ৪০ হাজার টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে।

এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী সাব্বির আহমেদের মা রহিমন বেগম (৪৭) জানান, বুধবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁচড়া রায়পাড়া সার গোডাউনের মোড় মুন্সিবাড়ির সামনে ছিনতাইকারীরা তার ছেলেকে আক্রমণ করে।

অভিযুক্তদের মধ্যে রয়েছে চাঁচড়া রায়পাড়া এলাকার প্রিন্স (৩২), বারান্দিপাড়া মোল্লাপাড়া এলাকার অমি (২৫), শংকরপুর পশু হাসপাতাল এলাকার বাসির (২৬) এবং আরো দুই-একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি।

সাব্বির মাছের ব্যবসার টাকা বিকাশে পাঠানোর জন্য যাচ্ছিলেন, তখন ছিনতাইকারীরা পথরোধ করে তার কাছে থাকা ৪০ হাজার টাকা ও ১৫ হাজার টাকা মূল্যের ইনফিনিক্স মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ সময় তারা সাব্বিরকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরপরই ছিনতাইকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

যশোর কোতোয়ালী মডেল থানার এসআই চঞ্চল জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Shadhin Alo