খুলনা বিভাগ

যশোরে সম্পত্তি নিয়ে মামা-ভাগনের সংঘর্ষ, আহত ৩

| April 19, 2025

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মামা ও ভাগনেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যার দিকে বসুন্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার মৃত মহর আলী খানের ছেলে মোসারেফ খান (৫৯) এবং তার দুই ভাগ্নে সাজ্জাদ হোসেনের ছেলে শান্তো (৩২) ও অন্তু (২৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত শান্তো ও অন্তু তাদের মা এবং খালাদের পৈতৃক সম্পত্তির ভাগ চাইতে মামা মোসারেফ খানের কাছে যান। এ নিয়ে মামা-ভাগনেদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়। সংঘর্ষে মামা মোসারেফ খান এবং দুই ভাগ্নে শান্তো ও অন্তু আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত তিনজনের অবস্থাই আশঙ্কামুক্ত।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এমন ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

স্বাআলো/এস

Shadhin Alo