নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ যৌথ অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী কুদরত-ইমন গ্যাংয়ের সদস্য হিসাবে পরিচিত হৃদয় (২৮) নামে একজনকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, আটক হৃদয় একটি হত্যা মামলার পলাতক আসামি এবং তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
শনিবার রাতে যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিবি পুলিশের সাথে র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি দল অংশ নেয়।
আটককৃত হৃদয় যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে পূর্বেও একাধিক হত্যা ও সন্ত্রাসবাদের মামলা নথিভুক্ত রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক থেকে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো বলে অভিযোগ।
এই বিষয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভূঁইয়া বলেন, আটক হৃদয় একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং একটি হত্যা মামলার পলাতক আসামি। আমরা তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও র্যাবের যৌথ অভিযানে তাকে পুলেরহাট এলাকা থেকে আটক করতে সক্ষম হয়েছি।
আটককৃত হৃদয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান। এই আটকের ফলে এলাকার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে পুলিশ।
স্বাআলো/এস