নিজস্ব প্রতিবেদক: যশোরের চাঞ্চল্যকর বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসী হাসান আলী ওরফে সোহাগ ওরফে ‘ডেঞ্জার সোহাগ’ (৩১) অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) শহরের বলাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৬ এর একটি বিশেষ দল।
গ্রেফতার হওয়া সোহাগ যশোর সদর উপজেলার বলাডাঙ্গা এলাকার ধলু মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় হত্যা, ডাকাতি, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য, মাদকদ্রব্যসহ মোট ৯টি মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় একাধিক ভয়ংকর অপরাধে জড়িত থাকায় ‘ডেঞ্জার সোহাগ’ নামে পরিচিতি লাভ করে।
২০১৮ সালের ২৯ জানুয়ারি সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে রানা নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সে। ওই ঘটনায় নিহতের মা রহিমা বেগম কোতোয়ালী থানায় দায়ের করা মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করেন।
সোহাগ একসময় জেলহাজতে থাকলেও পরে জামিনে মুক্তি পেয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলো। তার অনুপস্থিতিতে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল বলাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর সোহাগকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাআলো/এস