আইন আদালত

চানখারপুল গণহত্যা: ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম তদন্ত প্রতিবেদন

| April 21, 2025

ঢাকা অফিস: সরকারবিরোধী বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে সংঘটিত গণহত্যা এবং শিক্ষার্থী আনাস হত্যাকাণ্ডের ঘটনায় আটজনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

গত বছরের জুলাই-আগস্ট সময়ে সংঘটিত সহিংসতার ঘটনায় এটিই প্রথম পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেয়া হলো।

সোমবার (২১ এপ্রিল) তদন্ত সংস্থার পক্ষ থেকে এই প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেয়া হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুলাই-আগস্টে রাজধানীর চানখারপুলে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিলো, তার তদন্ত সম্পন্ন হয়েছে এবং এই ঘটনায় আটজনকে আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এর আগে, রবিবার (২০ এপ্রিল) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছিলেন যে, জুলাই-আগস্ট সময়ে সংঘটিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ১৪ দলের বিভিন্ন নেতাসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে প্রাথমিক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে তদন্তে উঠে এসেছে।

তিনি আরো বলেন, সামগ্রিক মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, পরিকল্পিত সহিংসতা এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

তাজুল ইসলাম উল্লেখ করেন, তদন্তে এমন সব সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে যা থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে, অভিযুক্ত ব্যক্তিরা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিরীহ এবং নিরস্ত্র জনগণের বিরুদ্ধে সহিংসতা পরিচালনা করেছিলেন।

চানখারপুল হত্যাকাণ্ডের এই প্রতিবেদন দাখিলের মাধ্যমে জুলাই-আগস্টের ঘটনাবলী সংক্রান্ত আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া আরো এক ধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে। ট্রাইব্যুনাল এখন এই প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

স্বাআলো/এস

Shadhin Alo