খুলনা বিভাগ

মেহেরপুরে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

| April 22, 2025

জেলা প্রতিনিধি, মেহেরপুর: জেলার গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মাঠের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোপালনগর গ্রামের মাঠে কৃষকরা স্বাভাবিকভাবেই কৃষি কাজ করছিলেন। এসময় তারা আশেপাশে পচা দুর্গন্ধ অনুভব করেন। গন্ধের উৎস খুঁজতে গিয়ে কয়েকজন কৃষক আব্দুল খালেক নামের এক ব্যক্তির ভুট্টা ক্ষেতের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখেন। লাশটি অর্ধগলিত অবস্থায় ছিলো এবং তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে বিষয়টি গাংনী থানা পুলিশকে জানানো হয়।

ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্তের জন্য মরদেহটি মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo