Uncategorized

যশোরে ৪ মাদক ব্যবসায়ী আটক

| April 24, 2025

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে নেমেছে সেনাবাহিনী ও পুলিশ।

বুধবার রাতে শহরের রেলগেট ও শংকরপুর এলাকায় পরিচালিত যৌথ অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যশোর কোতোয়ালি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

মাদ্রাসাছাত্রী অপহরণ: যশোরে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

আটককৃতরা হলেন- শহরের রেলগেট কয়লাপট্টি এলাকার হোসেন ওরফে মরার স্ত্রী আছমা বেগম, শংকরপুর জমাদ্দারপাড়ার রফিকুল ইসলাম সাবু, একই এলাকার আসিফ ও রেলস্টেশন গাড়োয়ানপট্টির ওসমান রোহিত।

অভিযানে অংশ নেয়া কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে আছমার বাড়ি থেকে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া শংকরপুর গোলাম প্যাটেল স্কুলের সামনে থেকে রফিকুল ইসলাম সাবু, আসিফ ও ওসমান রোহিতকে আটক করা হয়। তাদের কাছ থেকেও গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং বিদেশি মদের খালি বোতল জব্দ করা হয়েছে।

যশোরে জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ আহত ৪

এসআই জয়ন্ত আরো জানান, এই অভিযানে কোতোয়ালি থানার এসআই দেবাশীষ রায়সহ পুলিশের অন্যান্য সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্বাআলো/এস

Shadhin Alo