যশোরে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার রামনগরে নিখোঁজ হওয়ার একদিন পর তানভির হাসান নিশান (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার হাত-পা বাঁধা ও পাথরচাপা দেয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজের পর তার মোবাইল ফোন থেকে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছিলো বলে জানা গেছে।

নিহত তানভীর হাসান নিশান ভাটপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় ভাটপাড়া আলিয়া মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, নিশান রবিবার সন্ধ্যা ৭টার দিকে পাশের দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সারারাত ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

যশোরে নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী-সতীন পলাতক

পরিবারের পক্ষ থেকে আরো জানানো হয়, রবিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে নিশানের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে। ফোনকারী নিশানের মুক্তির জন্য পরিবারের কাছে পাঁচ হাজার টাকা দাবি করে এবং কিছুক্ষণ পরই ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সোমবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কাজ করার সময় স্থানীয় এক ব্যক্তির পায়ে সন্দেহজনক কিছু লাগলে তিনি অন্যদের ডাকেন। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের তলদেশ থেকে নিশানের মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোর নিশানের হাত ও পা একটি লুঙ্গি দিয়ে বাঁধা ছিলো এবং তার মরদেহ ইট বা পাথর দিয়ে চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়দের ধারণা, মুক্তিপণের টাকা না পেয়ে বা অন্য কোনো কারণে অপহরণকারীরা নিশানকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। আশা করছি দ্রুতই প্রকৃত রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্বাআলো/এস

 

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

‘আমাকে খোলামেলা দেখার এতো ইচ্ছা কেনো?

বিনোদন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার...

তারেক রহমানের খালাতো ভাই তুহিন কারাগারে

ঢাকা অফিস: দুদকের দুই মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

দায়িত্বহীনতার মাশুল দিলো যাত্রীরা

রবিউল হক: ঢাকার মেট্রোরেল স্বপ্নের এক যাতায়াত ব্যবস্থা। দৈনিক...

যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সজাগ থাকতে হবে: প্রধান উপদেষ্টা

ঢাকা অফিস: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস...