Uncategorized

পরবর্তী পোপ হতে চান ট্রাম্প!

| April 30, 2025

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি পোপ হতে চাই।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এক সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প এ মন্তব্য করেন। যদিও এটিকে পুরোপুরি মজার ছলেই উপস্থাপন করেন তিনি। তবে এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে হালকা-গম্ভীর আলোচনা।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে বলেছেন, ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান হিসেবে ‘এক নম্বর পছন্দ’ তিনি নিজেই। মঙ্গলবার এক সাংবাদিককে তিনি বলেন, ‘আমি পোপ হতে চাই।’ রসিকতা করার পরপরই কে আসলে এই দায়িত্ব পেতে পারেন, সে বিষয়ে নিজের মতামত জানান তিনি।

ফ্রান্সিসের উত্তরসূরি কে হওয়া উচিত, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমার কোনো পছন্দ নেই। তবে তিনি যোগ করেন, আমাকে বলতেই হচ্ছে, আমাদের একজন কার্ডিনাল আছেন যিনি নিউইয়র্কের একটি জায়গা থেকে এসেছেন। তিনি খুবই ভালো। দেখা যাক কী হয়।

এবার ট্রাম্প ও জেলেনস্কির ঘন্টাব্যাপী ফোনালাপ

নিউইয়র্কের কার্ডিনাল টিমোথি ডোলানকে ফ্রান্সিসের উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে গণ্য করা হচ্ছে না। যুক্তরাষ্ট্র থেকে এর আগে কখনো কোনো পোপ আসেননি।

আলোচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ট্রাম্পের পোপ হওয়ার এই অসম্ভব ইচ্ছাকে সমর্থন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, এ কথা শুনে তিনি ‘উত্তেজিত।’

গ্রাহাম বলেন, তিনি (ট্রাম্প) সত্যিই ডার্ক হর্স প্রার্থী হতে পারেন। তবে আমি পোপ নির্বাচনকারী কনক্লেভ এবং ক্যাথলিক অনুসারীদের এই সম্ভাবনাটি নিয়ে খোলা মনে বিবেচনা করতে অনুরোধ করব!’

তিনি আরো বলেন, প্রথম মার্কিন পোপ, আবার একই সঙ্গে প্রেসিডেন্ট এই সমন্বয়ের অনেক সুবিধা আছে। এ সময় তিনি পোপ হিসেবে ট্রাম্পের জন্য একটি আনুষ্ঠানিক নামও প্রস্তাব করেন পোপ ট্রাম্প এমএম-২৮!

স্বাআলো/এস

Shadhin Alo