বিনোদন ডেস্ক
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিক হত্যাকাণ্ড ঘিরে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা আরও বেড়েছে। এর প্রভাব পড়ছে পাকিস্তানি তারকাদের ওপরও। শোকপ্রকাশ করেও ভারতীয়দের একাংশের কটাক্ষের শিকার হচ্ছেন তারা। এর আগে বলিউড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পাকিস্তানি তারকাদের কাজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এবার সেই উত্তেজনার আবহে নতুন পদক্ষেপ নিল ভারত সরকার।
জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান, হানিয়া আমির, আয়েজা খান, ইকরা আজিজ, অভিনেতা ও গায়ক আলী জাফর এবং অভিনেত্রী সানাম সাঈদসহ বেশ কয়েকজন প্রথম সারির পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) ভারত সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা কার্যকর করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
কাশ্মীর হামলা ঘিরে উত্তেজনা, বাংলাদেশ সীমান্তেও কড়া নজরদারি ভারতের
এখন থেকে ভারতের কোনো ব্যবহারকারী উল্লেখিত পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রবেশ করার চেষ্টা করলে একটি বার্তা দেখতে পাচ্ছেন। সেখানে লেখা থাকছে: আপনার অঞ্চলে এই প্রোফাইলটি উপলব্ধ নেই” (This account isn’t available in your region) অথবা “আইনি অনুরোধ মেনে এই কন্টেন্ট সীমাবদ্ধ করা হয়েছে।
একসময় পাকিস্তানি তারকাদের একটা বড় অংশ বলিউডে নিয়মিত কাজ করতেন। রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, ফাওয়াদ খান, মাহিরা খান, আলী জাফরের মতো শিল্পীরা ভারতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন এবং তাদের ইনস্টাগ্রাম অনুসারীদের একটি উল্লেখযোগ্য অংশ ভারতীয়।
পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেলো ভারতীয় সেনা চেকপোস্ট
তবে ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সর্বভারতীয় চলচ্চিত্র প্রযোজক সংস্থা (AICWA) এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) সহ বলিউডের বিভিন্ন সংগঠন ভারতে পাকিস্তানি শিল্পী ও কলাকুশলীদের কাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও পরবর্তীতে আদালতের রায়ে সেই নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা আসার কথা শোনা গেলেও, বাস্তবে পাকিস্তানি তারকাদের বলিউডে ফেরা আর সম্ভব হয়নি। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করার ঘটনা দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের পথ আরও রুদ্ধ করল বলে মনে করা হচ্ছে।
স্বাআলো/এস