লিটন ঘোষ জয়, মাগুরা
মাগুরার মহম্মদপুর উপজেলায় মাটি টানা ট্রলির চাপায় আবিদ শেখ (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের খদ্দফুলবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবিদ শেখ খদ্দফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও স্থানীয় ওবায়দুল্লাহ শেখের ছেলে।
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য
স্থানীয়রা এবং নিহতের বাবা ওবায়দুল্লাহ শেখ জানান, আবিদ সাইকেল চালিয়ে বাড়ি থেকে খদ্দফুলবাড়ি বাজারের দিকে যাচ্ছিলো। পথে একটি ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী ট্রলি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রলিচালক ট্রলিটি ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলিটি জব্দ করেছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাআলো/এস