Uncategorized

উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান

| May 3, 2025

আন্তর্জাতিক ডেস্ক

ভারত-পাকিস্তান সম্পর্কের চরম উত্তেজনার মধ্যেই ইসলামাবাদ ৪৫০ কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে। ‘আব্দালি উইপন সিস্টেম’ নামের এই ক্ষেপণাস্ত্রটি চলমান ‘সিন্ধু মহড়া’র অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে বলে পাকিস্তান জানিয়েছে।

কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে একটি ‘গুরুতর উসকানি’ হিসেবে দেখছে ভারত, জানিয়েছে দেশটির সরকারি সূত্র।

পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মূল লক্ষ্য ছিলো সেনাবাহিনীর যুদ্ধপ্রস্তুতি এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম ও গতিশীলতা যাচাই করা। বিবৃতিতে আরও বলা হয়, সফল উৎক্ষেপণের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সেনাবাহিনীর প্রস্তুতি ও প্রযুক্তিগত সক্ষমতার ওপর পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন।

পাকিস্তান থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করলো ভারত

তবে ভারতের অভিযোগ, পাকিস্তান নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে এবং আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করছে। পহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তানি নেতাদের ‘উসকানিমূলক’ বক্তব্য বেড়েছে বলেও দাবি নয়াদিল্লির। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ ২৯ এপ্রিল দাবি করেছিলেন, ভারত ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে, যদিও সেই সময়সীমা পেরিয়ে গেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রীও প্রায় একই সময়ে বলেছিলেন, ‘যদি কিছু ঘটার থাকে, তা ২-৩ দিনের মধ্যেই ঘটবে।’

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামের বৈসারণ উপত্যকায় পর্যটকদের ওপর এক সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হন, যাদের মধ্যে একজন নেপালি নাগরিক ও একজন স্থানীয় ঘোড়সওয়ার ছিলেন।

কাশ্মীর হামলা ঘিরে উত্তেজনা, বাংলাদেশ সীমান্তেও কড়া নজরদারি ভারতের

এই ঘটনার পরদিনই (২৩ এপ্রিল) ভারত একতরফাভাবে সিন্ধু পানিচুক্তি স্থগিত করে। এর জবাবে ২৪ এপ্রিল পাকিস্তান ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত করার এবং ভারতের জন্য আকাশসীমা বন্ধের পাল্টা হুঁশিয়ারি দেয়। ভারত ২২ এপ্রিলের হামলার পেছনে পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিদের হাত থাকতে পারে বলে দাবি করলেও, পাকিস্তান জোরালোভাবে এই অভিযোগ অস্বীকার করেছে এবং ঘটনার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।

এই টানাপোড়েনের মধ্যেই পাকিস্তানের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দক্ষিণ এশীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলল বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

খবর: এনডিটিভি

স্বাআলো/এস

Shadhin Alo