Uncategorized

শঙ্কার মুখে এবারের এশিয়া কাপ

| May 3, 2025

স্পোর্টস ডেস্ক

ভারত-শাসিত কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর উপমহাদেশের রাজনীতিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে। চিরবৈরী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান আবারও মুখোমুখি অবস্থানে। এই উত্তপ্ত পরিস্থিতির আঁচ লেগেছে ক্রিকেটের মাঠেও। ভারত সাফ জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানের বিপক্ষে আর কখনোই কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজে অংশ নেবে না।

রাজনৈতিক বৈরিতার কারণে এমনিতেই ২০১২ সালের পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। ২২ গজের লড়াই এখন সীমাবদ্ধ কেবল এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বহুজাতিক টুর্নামেন্টে। তবে কাশ্মীর কাণ্ডের পর এই দুটি বৈশ্বিক আসরেও দুই দেশের অংশগ্রহণ বা মুখোমুখি হওয়ার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যদিও কোনো বোর্ডই এখনো চূড়ান্ত কিছু জানায়নি।

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এর মধ্যেই নতুন গুঞ্জন, উদ্ভূত পরিস্থিতির কারণে ২০২৫ সালে ভারতে অনুষ্ঠেয় এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনও স্থগিত হয়ে যেতে পারে। ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্রের বরাত দিয়ে দেশটির একাধিক গণমাধ্যম এমন আশঙ্কার খবর প্রকাশ করেছে।

নিয়ম অনুযায়ী, ২০২৫ এশিয়া কাপের আয়োজক ভারত। তবে পাকিস্তানের আপত্তির মুখে গত আসরের মতো এবারও হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরপেক্ষ ভেন্যু যুক্ত হওয়ার সম্ভাবনা ছিল, যেখানে ভারত নিজেদের ম্যাচগুলো খেলবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মূল আসর আয়োজন নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।

বিসিসিআইয়ের ওই সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম ‘স্পোর্টস তাক’ জানিয়েছে, এ মুহূর্তে এশিয়া কাপ নিয়ে মন্তব্য করার মতো কিছু নেই, তবে সমস্ত বিষয় বিবেচনায় নিয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত। এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে কিছুটা সময় প্রয়োজন। উপযুক্ত সময়ে আমরা আমাদের অবস্থান জানাবো।

ভারত কি এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হবে? এই প্রশ্নের উত্তরে সূত্রটি জানায়, আমি নিশ্চিত নই। আমাদের এ বিষয়ে আলোচনা করতে হবে।

এদিকে, ভারতের প্রভাবশালী গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুধু পাকিস্তানের সঙ্গেই নয়, বিগত কয়েক মাস ধরে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গেও ভারতের সম্পর্কে কিছুটা শীতলতা বিরাজ করছে। এই পরিস্থিতিতে পূর্বনির্ধারিত বাংলাদেশ সফরও স্থগিত করতে পারে ভারত। সূচি অনুযায়ী, চলতি বছরের আগস্টে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের।

স্বাআলো/এস

Shadhin Alo