Uncategorized

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে বিকেলে

| May 4, 2025

ঢাকা অফিস

বাসা-বাড়িতে রান্নার কাজে বহুল ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম মে মাসের জন্য বাড়ছে নাকি কমছে, তা আজ রবিবার (৪ মে) জানা যাবে।

বিকেলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নতুন দাম ঘোষণা করবে।

বিইআরসি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত মে মাসের সৌদি সিপি (চুক্তি মূল্য) অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রবিবার বিকেল ৪টায় ঘোষণা করা হবে।” আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে প্রতি মাসেই এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ কাল

উল্লেখ্য, এর আগে গত ৬ এপ্রিল ঘোষিত এপ্রিল মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছিলো। তার আগের মাস, ৩ মার্চ, মার্চ মাসের জন্য দাম ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিলো।

তারও আগে, ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা এবং জানুয়ারিতে (১৪ জানুয়ারি সংশোধিত) ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

আজকের ঘোষণায় দাম কমবে, বাড়বে নাকি অপরিবর্তিত থাকবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে বিকেল ৪টা পর্যন্ত। এলপিজির দাম সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার খরচের ওপর প্রভাব ফেলে, তাই এই ঘোষণার দিকে তাকিয়ে আছেন বহু ভোক্তা।

স্বাআলো/এস

Shadhin Alo