Uncategorized

দেশের সব বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে

| May 4, 2025

ঢাকা অফিস

লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আজ রবিবার (৪ মে) দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

বিশেষ করে রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।

রবিবার অধিদফতরের দেয়া আগামী পাঁচদিনের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামীকাল সোমবারও দেশের সব বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঝড়-বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টি

মঙ্গলবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

বুধবার বৃষ্টিপাতের এলাকা কিছুটা কমে আসতে পারে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে, তবে দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি আরো কমে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় সীমাবদ্ধ থাকতে পারে, দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা সামগ্রিকভাবে হ্রাস পেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে।

স্বাআলো/এস

Shadhin Alo