চট্রগ্রাম বিভাগ

সোনাইমুড়ীতে মসজিদের ইমামকে মারধর, গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি | May 7, 2025

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মসজিদের ইমামকে মারধর করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সোনাইমুড়ী পৌরসভার মধ্য পাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাইমুড়ী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হকের ছেলে নাছির উদ্দিন (৩৭) এবং ৬নম্বর ওয়ার্ডের মৃত আশরাফ আলীর ছেলে ওবায়দুল্লাহ (৫৮)।

ভুক্তভোগী মসজিদের পেশ ইমাম মাওলানা নোমান সিদ্দিক (৩৫) জানান, গত বছর তিনি মধ্য পাড়া জামে মসজিদে ইমাম হিসেবে যোগদান করেন। কিছুদিন ধরে মসজিদ কমিটির অভ্যন্তরীণ বিরোধের কারণে তিনি চাকরি ছাড়ার জন্য চাপের সম্মুখীন হন। গত ৫ মে তাকে হুমকি দেওয়া হয় মসজিদ ত্যাগ করার জন্য এবং গালমন্দও করা হয়। এর জের ধরে ৬ মে বিকেল ৩টার দিকে তিনি স্থানীয় মুসল্লী ও কমিটি সদস্যদের আহ্বান করেন সমাধানের জন্য। কিন্তু সকালে নাছির উদ্দিন ও ওবায়দুল্লাহসহ আরও কয়েকজন তার ওপর হামলা চালিয়ে মসজিদের সামনে মারধর করেন।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, “এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এক আসামিকে আদালতে পাঠানো হয়েছে, অন্যজনকে বুধবার সোপর্দ করা হবে।”

এ ঘটনার বিষয়ে মসজিদ কমিটির সদস্য আব্দুল হান্নান কন্ট্রাক্টরকে ফোন করা হলেও তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

Shadhin Alo