ভারত কর্তৃক পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় মিসাইল হামলার ঘটনায় পাকিস্তানের আকাশপথে তীব্র নিরাপত্তাজনিত শঙ্কা দেখা দিয়েছে। এই আকস্মিক হামলার জেরে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশগামী দুইটি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশ থেকে তাদের যাত্রা বাতিল করে ফিরে গেছে।
ফ্লাইট দুটি হলো তুরস্কের ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (TK-712) এবং কুয়েত সিটি থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট (J9-9533)। উভয় উড়োজাহাজেরই পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা ছিলো।
আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বুধবার (৭ মে) ভোরে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মাঝপথে বাংলাদেশে আসার পরিকল্পনা পরিবর্তন করে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অন্যদিকে, কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা আকাশে পরিভ্রমণের পর পুনরায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে যায়।
পাকিস্তানের পাল্টা হামলায় তিন ভারতীয় নিহত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বেশ কয়েকটি ফ্লাইট সাধারণত পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে থাকে। তবে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে এই ফ্লাইটগুলো বিকল্প ও নিরাপদ রুট ব্যবহার করে চলাচল করছে। এখন পর্যন্ত ঢাকার সাথে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বড় কোনো বিঘ্ন ঘটেনি বলে সূত্রটি নিশ্চিত করেছে।
এদিকে, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ নামে একটি অভিযান শুরু করেছে। এই অভিযানের আওতায় পাকিস্তান এবং পাকিস্তানশাসিত কাশ্মীরের অন্তত নয়টি স্থাপনায় মিসাইল হামলা চালানো হয়েছে। এই সামরিক অভিযান এবং বিরাজমান উত্তপ্ত পরিস্থিতির কারণে পাকিস্তানের আকাশসীমাজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে এ অঞ্চলের আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত করবে বলে আশা করা হচ্ছে।
স্বাআলো/এস
