খুলনা বিভাগ

যশোর বিআরটিএতে দুদকের অভিযান, দালাল আটক

নিজস্ব প্রতিবেদক | May 7, 2025

যশোরের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে গ্রাহক হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ মে) দুপুরে পরিচালিত এই অভিযানে অভিযোগের সত্যতা মেলায় এক দালালকে আটক করে কারাদণ্ড ও আরে দুইজনকে জরিমানা করা হয়েছে।

অভিযানে আলী তারেক মারুফ নামের এক দালালকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে, কামাল হোসেন (৪৩) এবং আমিনুর কবীর (৫০) নামের আরো দুইজনকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যশোরে আকাশছোঁয়া সবজির দাম, বিপাকে মানুষ

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন এই অভিযানের বিষয়ে জানান, দীর্ঘদিন ধরেই যশোর বিআরটিএ কার্যালয়ে সাধারণ গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি এবং দালালদের ব্যাপক দৌরাত্ম্যের অভিযোগ আসছিল। এরই প্রেক্ষিতে আজ এই অভিযান পরিচালনা করা হয় এবং আমরা অভিযোগের সত্যতা পেয়েছি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান, যিনি আটককৃত ও অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডাদেশ ও জরিমানার আদেশ দেন। এই অভিযানের ফলে বিআরটিএ কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে এবং দালাল চক্রের দৌরাত্ম্য কমবে বলে আশা করা হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo