দীর্ঘদিন ধরে ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার পর অবশেষে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের জালে ধরা পড়েছেন ৩৩ মামলার পলাতক আসামি কাজী তারেক।
আটক কাজী তারেক যশোর শহরের শংকরপুর পশু হাসপাতালের পেছনের এলাকার বাসিন্দা।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নূর-ই-আলম সিদ্দিকী জানান, তারেকের বিরুদ্ধে মাদক, চোরাচালান, বিস্ফোরক, খুন ও অস্ত্র আইনে মোট ৩৩টি মামলা রয়েছে। এর মধ্যে ১৯টি মাদক, ছয়টি চোরাচালান, দুইটি বিস্ফোরক, একটি খুন, একটি অস্ত্র ও চারটি অন্যান্য ধারার মামলা। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে ১৫টি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
যশোর বিআরটিএতে দুদকের অভিযান, দালাল আটক
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে তারেক তার ভাইপো রাকিবকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলাও দায়ের করা হয়, যা তারেকের বহুমাত্রিক অপরাধ জগতের একটি চিত্র ফুটিয়ে তোলে।
গ্রেফতারের পর কাজী তারেককে বুধবার (৭ মে) আদালতে সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশের এই অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক দুর্ধর্ষ অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হলো।
স্বাআলো/এস