খুলনা বিভাগ

বেনাপোলে ট্রলির ধাক্কায় যুবকের মৃত্যু

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি | May 11, 2025

যশোর টু বেনাপোল মহাসড়কের দিঘীরপাড় শাহাজালাল ফিলিং স্টেশন তেলে পাম্পের সামনে একটি ট্রলির ধাক্কায় ইসমাইল মোল্লা নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত ইসমাইল মোল্লা বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মমিনুর মোল্লার ছেলে।

রবিবার (১১ মে) এ দুঘর্টনা ঘটে।

ঝিকরগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, যুবক নিহত

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, দিঘীরপাড় এলাকায় ট্রলি পিছন থেকে একটি বাইসাইকেলে চালককে ধাক্কা দিলে বাইসাইকেল চালক গুরুতর আহত হয়। আহত ব্যক্তিকে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত শার্শা নাভারণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায়।

ড্রাইভার গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায় পরে জনসাধারণের মাধ্যমে গাড়িটি আটক করে তবে ড্রাইভারকে আটক করতে পারে নাই ।বর্তমানে ট্রলিটি পুলিশ হেফাজতে আছে।

স্বাআলো/এস

Shadhin Alo