খুলনা বিভাগ

সাতক্ষীরায় ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা | May 12, 2025

সাতক্ষীরা-শ্যামনগর সড়কের দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদের পাশে ট্রলির সঙ্গে ধাক্কা লেগে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১২ মে) সকাল ৮টার দিকে এ দুঘর্টনা ঘটে।

নিহতের নাম আব্দুর রহমান ওরফে আব্দার (৫৫)। তিনি দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের জুম্মান গাজীর ছেলে।

সাতক্ষীরায় নারীর লাশ উদ্ধার

নিহত আব্দারের ছেলে আব্দুল মতিন জানান, তার বাবা ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার তিনি সদর উপজেলার শাঁখরা বাজার থেকে একজন যাত্রীকে নিয়ে কুলিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হন। সকাল ৮টার দিকে কুলিয়া ইউনিয়ন পরিষদের কাছে পীর নৈমুদ্দিন সড়কের মুখে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবহনকারী ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলে থাকা ব্যাগ আটকে যায়। এতে তিনি মটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান এবং ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

স্বাআলো/এস

Shadhin Alo