বিনোদন

সাবেক এমপি ও সংগীতশিল্পী মমতাজ বেগম গ্রেপ্তার

ঢাকা অফিস | May 13, 2025

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধানমন্ডির স্টার কাবাব রেস্টুরেন্টের পেছনের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন মমতাজ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার তদন্ত ও বিচারকার্যে সহযোগিতার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে কোন থানায় হস্তান্তর করা হয়েছে বা মঙ্গলবার আদালতে তোলা হবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

জনপ্রিয় এই সংগীতশিল্পী দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিভিন্ন সময় সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।

Shadhin Alo