সম্প্রতি কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর জম্মু-কাশ্মিরসহ ভারত-পাকিস্তানের সব সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি কমাতে ঐকমত্যে পৌঁছেছে দু’দেশ। সোমবার দুই দেশের সামরিক বাহিনীর মিলিটারি অপারেশন্স বিভাগের প্রধান (ডিজিএমও) পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের এক প্রতিবেদনে বৈঠক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সোমবার নির্ধারিত সময়ের পর বিকেল সাড়ে চারটার দিকে বৈঠকে বসেন পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এবং ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। এই বৈঠকেই সীমান্ত থেকে সামরিক উপস্থিতি হ্রাসের বিষয়ে একমত হন তারা।
প্রায় ৪৫ মিনিট স্থায়ী হওয়া এই বৈঠক শেষে ভারত বা পাকিস্তান কেউই আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আপাতত জম্মু-কাশ্মির ও অন্যান্য সীমান্ত এলাকার নিরাপত্তা ও ব্যবস্থাপনার মূল দায়িত্বে থাকবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স। সেনাবাহিনী সীমান্তে মোতায়েন থাকলেও সংঘাতময় পরিস্থিতি তৈরি না হলে তারা সামনের সারিতে আসবে না।
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি হলেও কাশ্মীরে ফের বিস্ফোরণ
এছাড়াও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে দুই দেশের সীমান্তরেখার ১ কিলোমিটারের মধ্যে কোনো হেলিকপ্টার এবং ১০ কিলোমিটারের মধ্যে কোনো যুদ্ধবিমান প্রবেশ করবে না।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং তার জেরে ৭ মে থেকে ১০ মে পর্যন্ত চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত ও পাকিস্তান। শনিবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির পর এটিই ছিল ভারত-পাকিস্তানের সামরিক বাহিনীর উচ্চপর্যায়ের প্রথম বৈঠক।
পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবারও দুই দেশের ডিজিএমও পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, পেহেলগাম হামলার দায় স্বীকার করেছিল টিআরএফ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী, যা লস্কর-ই তৈয়বার একটি শাখা বলে জানা গেছে। এই হামলার পর ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ এবং সামরিক অভিযান পরিচালনা করে। এর মধ্যে ভারতের ‘অপারেশন সিঁদুর’ এবং পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ উল্লেখযোগ্য। এই সংঘাতময় পরিস্থিতিতেই মার্কিন তৎপরতায় যুদ্ধবিরতি হয়।
সূত্র: ডন
স্বাআলো/এস