আন্তর্জাতিক

ভারতের হামলায় ৫১ জন নিহত, কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক | May 13, 2025

সম্প্রতি ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের কমপক্ষে ১১ জন সেনা সদস্য এবং ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বহু মানুষ।

মঙ্গলবার (১৩ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন দেশটির সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

পরমাণু অস্ত্রধারী এই দুই দেশের সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার সময় এই হতাহতের ঘটনা ঘটে।

যুদ্ধবিরতির পর সীমান্তে সেনা কমাতে ভারত-পাকিস্তানের ঐকমত্য

আইএসপিআর জানিয়েছে, ভারতের “উসকানিমূলক ও নিন্দনীয় হামলা” প্রতিহত করতে গিয়ে কমপক্ষে ১১ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৭৮ জন। একইসঙ্গে ভারতীয় আগ্রাসনে ৪০ জন বেসামরিক নাগরিক যাদের মধ্যে সাতজন নারী ও ১৫ শিশু রয়েছে প্রাণ হারিয়েছেন এবং আরো ১২১ জন আহত হয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনী নিহত সেনাদের মধ্যে নায়েক আবদুর রহমান, ল্যান্স নায়েক দিলাওয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহি মোহাম্মদ আদিল আকবর এবং সিপাহি নিসার-এর নাম উল্লেখ করেছে। পাকিস্তান বিমান বাহিনীর নিহত সদস্যদের মধ্যে স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক এবং সিনিয়র টেকনিশিয়ান মুবারকের নাম জানানো হয়েছে।

বিবৃতিতে আইএসপিআর বলেছে, এই শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা— তাদের সাহস, দায়িত্ববোধ ও নিঃস্বার্থ দেশপ্রেম পাকিস্তানের ইতিহাসে অমলিন হয়ে থাকবে।

আইএসপিআর আরো হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা যদি কেউ ভবিষ্যতে চ্যালেঞ্জ করে, তাহলে তার জবাব দেওয়া হবে দ্রুত, সর্বাত্মক ও চূড়ান্ত প্রতিক্রিয়া দিয়ে।

সূত্র: ডন।

স্বাআলো/এস

Shadhin Alo