জাতীয়

ফেসবুক-ইউটিউবসহ আওয়ামী লীগের সব প্ল্যাটফর্ম বন্ধে চিঠি

| May 14, 2025

অন্তর্বর্তী সরকারের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার পর এবার দলটির অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে পদক্ষেপ নেয়া শুরু হয়েছে। আওয়ামী লীগের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সের (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘ব্লক’ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, সোমবার (১৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনের রেফারেন্সেই মঙ্গলবার (১৪ মে) জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বিটিআরসিকে একটি চিঠি দেয়।

আওয়ামী লীগের সঙ্গে নিষিদ্ধ হলো যেসব সংগঠন

তিনি আরো জানান, বিটিআরসি এখন সরকারের সিদ্ধান্ত ও আইনের বিষয় উল্লেখ করে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে (যেমন ফেসবুক, ইউটিউব ইত্যাদি) চিঠি পাঠাবে। এরপর প্ল্যাটফর্মগুলো বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কর্তৃক জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এই প্রজ্ঞাপনের আলোকেই এবার দলটির অনলাইন উপস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo