‘স্পিরিট’ সিনেমায় রেকর্ড পারিশ্রমিকে দীপিকা

বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিতে যাচ্ছেন। ভারতের একাধিক গণমাধ্যমের খবরে জানা গেছে, ‘স্পিরিট’ নামের একটি সিনেমার জন্য দীপিকা নিচ্ছেন ২০ কোটি রুপি পারিশ্রমিক।
দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাস–এর বিপরীতে দেখা যাবে দীপিকাকে।
এই বিশাল পারিশ্রমিক ইতোমধ্যেই বলিউডে আলোচনার জন্ম দিয়েছে, কারণ এটি স্বামী রণবীর সিংয়ের সাম্প্রতিক পারিশ্রমিককেও ছাড়িয়ে গেছে বলে শোনা যাচ্ছে।
‘স্পিরিট’ সিনেমা পরিচালনা করছেন: সন্দীপ রেড্ডি ভাঙ্গা (কবির সিং, অর্জুন রেড্ডি খ্যাত), প্রধান চরিত্রে প্রভাস, সম্ভাব্য খলনায়ক: সাইফ আলি খান ও কারিনা কাপুর খান (গুঞ্জন)।
শোনা যাচ্ছে, দীপিকা প্রথমে সিনেমাটিতে কাজ করতে রাজি ছিলেন না, কারণ তিনি তখন মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। পরবর্তীতে নির্মাতারা শুটিংয়ের সময় পরিবর্তন করলে তিনি সম্মতি দেন।
দীপিকার এই সিনেমাটি হবে মা হওয়ার পর তার প্রথম সিনেমা। তাই নিজের সেরাটা দিতে চান তিনি। সিনেমার চরিত্র, লুক এবং অভিনয়ে নতুন মাত্রা আনতে প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।
দীপিকাকে সর্বশেষ দেখা গেছে রোহিত শেট্টির ‘সিংঘাম অ্যাগেইন’ সিনেমায়, যেখানে তিনি এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেন।