ব্রেকিং নিউজ

জবির ‘কালো দিবস’ ঘোষণা, গণ-অনশনসহ নতুন কর্মসূচি

ঢাকা অফিস | May 16, 2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ১৪ মে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস’ ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একইসঙ্গে ঘোষণা করা হয়েছে নতুন দুটি কর্মসূচি—গণ-জমায়েত ও গণ-অনশন।

বৃহস্পতিবার রাতে ‘জবি ঐক্য’র পক্ষ থেকে এ ঘোষণা দেন জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন।

আন্দোলনকারীদের পক্ষ থেকে কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার ঐক্যমতে পৌঁছেছি—আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সরব না। আজ রাতে অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল সকাল ১০টায় বর্তমান ও সাবেক জবিয়ানদের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। জুমার নামাজের পর শুরু হবে গণ-অনশন ও অবস্থান কর্মসূচি।”

তথ্য উপদেষ্টার উপর বোতল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে ড. রইছ উদ্দীন বলেন, “যে শিক্ষার্থী এ ঘটনার সঙ্গে জড়িত তাকে আমরা বিচার করব। তবে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের যারা আক্রমণ করেছে, তাদের আগে বিচারের আওতায় আনতে হবে।”

উল্লেখ্য, গত বুধবার জবি শিক্ষার্থীরা সারারাত কাকরাইল মোড়ে অবস্থান করেন। পরদিন বৃহস্পতিবার সকালে প্রায় তিন হাজার শিক্ষার্থী সেখানে জমায়েত হন। পরে এক হাজারের বেশি শিক্ষার্থী পদযাত্রা শুরু করে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে। গুলিস্তান ও মৎস্য ভবনের সামনে পুলিশের বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ ক্রসিংয়ে পৌঁছালে পুলিশ টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গরম পানি নিক্ষেপ করে। এতে অন্তত ৩০ জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হন।

এর আগে মঙ্গলবার জবি শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠক করলেও কোনো আশ্বাস না পাওয়ায় আন্দোলনের ডাক দেওয়া হয়।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো:

১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করা।

২. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে ২০২৫-২৬ অর্থবছরের জন্য অনুমোদন।

৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন ও অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন।

৪. শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

Shadhin Alo