Uncategorized

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | May 16, 2025

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার ফুকরা মিল্টন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে ট্রাক চালকও রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল নিউ বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি ফুকরা মিল্টন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকসহ তিনজন প্রাণ হারান এবং অন্তত ২৫ জন যাত্রী আহত হন।

সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্য নিহত

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানিয়েছেন, আহতদের মধ্যে ১৮ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল এবং ১২ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস এবং পুলিশের চেষ্টায় দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্বাআলো/এস

Shadhin Alo