খেলাধুলা

আইপিএল খেলার অনুমতি পেলেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক | May 16, 2025

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের মাঝপথে দল পেলেও তারকা পেসার মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিলো, অবশেষে তার অবসান হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে। আগামী ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের হয়ে এই বাঁহাতি পেসার আইপিএলে খেলতে পারবেন।

শুক্রবার এক বিবৃতিতে মুস্তাফিজকে এনওসি দেয়ার খবরটি নিশ্চিত করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়েছে, বিসিবি ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্ত মতে, জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার জন্য আগামী ১৮-২৪ মে পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

কবে থেকে শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল

এর আগে গত ১৪ মে আইপিএলের মাঝপথে মুস্তাফিজকে দলে নেয়ার খবরটি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। নিলামে অবিক্রিত থাকা এই পেসারকে সাময়িক বিকল্প হিসেবে ছয় কোটি রুপিতে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে এনওসি জটিলতায় তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিলো।

আইপিএলের জন্য মুস্তাফিজকে ছাড়লেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিনি খেলবেন।

বিসিবি জানিয়েছে, আগামী ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুস্তাফিজকে পাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচ খেলেই তিনি ভারতের উদ্দেশে রওনা দেবেন, ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচে তাকে পাবে না দল।

বিরতির পর আইপিএল শনিবার (১৭ মে) থেকে আবারো শুরু হলেও দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ আগামী ১৮ মে। সেই ম্যাচ থেকেই মুস্তাফিজকে পাচ্ছে দলটি।

স্বাআলো/এস

Shadhin Alo