দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজের প্রথম ম্যাচে আজ স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত শতভাগ সফল বাংলাদেশ। এর আগে খেলা তিনটি ম্যাচেই জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তাই এই ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে শক্তিশালী দল নিয়েই নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ।
অধিনায়ক লিটন কুমার দাস নিজেই ইনিংস উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। তার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে তরুণ তানজিদ হাসান তামিমকে, যিনি সাম্প্রতিক সময়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ওয়ান ডাউনে নিশ্চিতভাবেই থাকবেন নাজমুল হোসেন শান্ত।
ব্যাটিং অর্ডারের চতুর্থ পজিশনে অটোচয়েজ হিসেবে আছেন তাওহীদ হৃদয়। তরুণ এই ব্যাটার যেকোনো দিন ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এরপর পাঁচে দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারিকে এবং ফিনিশারের ভূমিকায় থাকবেন জাকের আলী অনিক।
স্পিন বিভাগে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক শেখ মাহেদী হাসান। তার সঙ্গে লেগ স্পিনার রিশাদ হোসেন একাদশে জায়গা করে নিবেন। যদি দুই পেসার নিয়ে খেলা হয়, তবে সেক্ষেত্রে তানভীর ইসলামকেও একাদশে দেখা যেতে পারে।
পেস আক্রমণের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। এই ম্যাচটি খেলেই তিনি আইপিএলে যোগ দেওয়ার জন্য ভারতের উদ্দেশ্যে উড়াল দেবেন। তার সঙ্গী হিসেবে তানজিম হাসান সাকিবের জায়গা প্রায় নিশ্চিত। তবে তৃতীয় পেসার হিসেবে নাহিদ রানা নাকি হাসান মাহমুদ খেলবেন, তা নিয়ে কিছুটা আলোচনা রয়েছে। তবে পিএসএলে সাদা বলে খেলার অভিজ্ঞতার কারণে নাহিদ রানাই কিছুটা এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে।
সব মিলিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে এমন:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।
স্বাআলো/এস