খুলনা বিভাগ

ঝিনাইদহ সীমান্তে ভারত থেকে প্রবেশকালে ২৫ বাংলাদেশি আটক

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ঝিনাইদহ | May 18, 2025

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ মে) রাতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

শনিবার রাত ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা ও সামন্তা বিওপির অভিযানে এই ২৫ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলো।

যুবলীগ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান রুমেল আটক

আটকদের মধ্যে সাতজন নারী ও পাঁচজন শিশু রয়েছেন। এছাড়াও প্রাপ্তবয়স্ক ১২ জন বাংলাদেশি পুরুষ আটক হয়েছেন। বিজিবি জানিয়েছে, আটকরা নড়াইল, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।

আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, আটক বাংলাদেশি নাগরিকদের আদালতে সোপর্দ করা হবে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo