খুলনা বিভাগ

যশোরে ডালের আঘাতে দিনমজুরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | May 18, 2025

যশোর সদর উপজেলার সাতমাইল বাজারে কাজ করার সময় ট্রাক থেকে গাছের ডাল পড়ে লিটন (৫৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন।

রবিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুঘর্টনা ঘটে।

নিহত লিটনের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামে। তিনি আলতাব বিশ্বাসের ছেলে ও পেশায় একজন দিনমজুর।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতমাইল বাজারে একটি ট্রাকে গাছের ডাল তোলার কাজ করছিলেন লিটনসহ কয়েকজন শ্রমিক। কাজ করার সময় হঠাৎ ট্রাকের ওপর থেকে একটি বড় গাছের ডাল নিচে পড়ে সরাসরি লিটনের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে সহকর্মী শ্রমিকরা আহত লিটনকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক লিটনকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বাআলো/এস

Shadhin Alo